December 24, 2024, 12:48 am

করোনা আক্রান্ত সন্দেহে মাকে বাড়িতে ঢুকতে দেয়নি ছেলে

Reporter Name
  • Update Time : Sunday, May 31, 2020,
  • 249 Time View

অনলাইন ডেস্ক

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এমন সন্দেহে বৃদ্ধা মাকে বাড়িতে প্রবেশ করতে দেয়নি তার ছেলে। শুধু বাড়ি ঢুকতে বাধা নয়; ভেতর থেকে দরজায় তালা লাগিয়ে দেন তিনি।

ভারতের মহারাষ্ট্র থেকে শুক্রবার (৩০ মে) নিজের বাড়িতে ফেরেন তেলেঙ্গানার বাসিন্দা কাট্টা শ্যামলয়া নামে ওই মা।

তেলেঙ্গানা রাজ্যের করিমনগরের বাসিন্দা শ্যামলয়া শুক্রবার বাড়িতে ফিরেন। পরে ঘরে ঢুকতে গেলে তার ছেলে ও পুত্রবধূ জোর করে তাকে বের করে বাড়ির দরজায় তালা দেন। ফলে বৃদ্ধা উপায় না পেয়ে ব্যাগ নিয়ে বাড়ির বাইরে রাস্তায় বসে পড়েন।

দুই মাস আগে ওই বৃদ্ধা মহারাষ্ট্রের সোলাপুরে আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। তবে করোনা প্রতিরোধে কেন্দ্রীয় সরকার হঠাৎ দেশজুড়ে লকডাউন জারি করলে তিনি সেখানে আটকা পরেন। সম্প্রতি অন্য রাজ্যে আটকে পড়াদের ঘরে ফেরার অনুমতি দিলেন তিনিও বাড়ি ফেরেন।

শুক্রবার দুপুরের আগে বাড়িতে ফিরলেও ছেলে ও পুত্রবধূ তাকে বাড়িতে ঢুকতে বাধা দেন। তিনি জানান, ওখানে সরকারিভাবে তার করোনা পরীক্ষা করা হয়েছে, ফল নেগেটিভ। এছাড়া অন্য ঘরে একা থাকবেন বলেও প্রতিশ্রুতি দেন। কিন্তু ছেলে ও পুত্রবধূকে রাজি করিয়ে ঘরে ঢুকতে ব্যর্থ হন তিনি।

উপায় না পেয়ে বাড়ির পাশে রাস্তায় বসে পড়েন তিনি। প্রতিবেশীরা কিছু খাবার ও পানির ব্যবস্থা করে দেয়। এই খবর শুনে স্থানীয় কাউন্সিলর পুলিশ নিয়ে ঘটনাস্থলে হাজির হন। বৃদ্ধার ছেলেকে বুঝিয়ে মাকে ঘরে ফিরিয়ে নিতে রাজি করালে অবশেষে ‍ঘরে ঢোকার অনুমতি মেলে তার।

তার ছেলে বলেন, ঘরে অন্তঃসত্ত্বা মেয়ের কারণে তিনি এটা করেন।

তবে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, বৃদ্ধার দেহে করোনার কোনো উপস্থিতি ছিল না। তারা তার ছেলেকে এটা নিশ্চিত করেন।

এছাড়া আরও বলেন, যদি কোনো সমস্যা হয় তাহলে ফের তার করোনা পরীক্ষা করানো হবে তার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71