January 1, 2025, 2:24 am

শিল্পপতি আব্দুল মোনেমের ইন্তেকাল, বসুন্ধরা গ্রুপের শোক

Reporter Name
  • Update Time : Sunday, May 31, 2020,
  • 138 Time View

অনলাইন ডেস্ক

দেশের বিশিষ্ট শিল্পপতি ও মোনেম গ্রুপের চেয়ারম্যান আব্দুল মোনেম খান আর নেই। আজ রবিবার দুপুর ১২টার দিকে রাজধানীর সমন্বিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এর আগে, ১৭ মে স্ট্রোক করলে আব্দুল মোনেম খানকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন। আব্দুল মোনেম খান দেশের একজন স্বনামধন্য ব্যবসায়ী হিসেবে খ্যাত ছিলেন।

জানা গেছে, আব্দুল মোনেমের জানাজা ও দাফন ব্রাহ্মণবাড়িয়ায় নিজ গ্রামে সম্পন্ন হবে।

এদিকে, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শিল্পপতি মোনায়েম খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন খাতে আব্দুল মোনেমের বিশাল ভূমিকা রয়েছে। প্রার্থনা করছি, যাতে তার পরিবার এ শোক কাটিয়ে উঠতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71