December 26, 2024, 4:33 pm

কষ্টার্জিত জমানো টাকা ব্যাংকে রেখে গুনতে হচ্ছে লোকসান

অনলাইন ডেস্ক
  • Update Time : Tuesday, August 24, 2021,
  • 50 Time View

নিজের কষ্টার্জিত জমানো টাকা ব্যাংকে জমা রেখে লাভ নয় বরং বছর শেষে লোকসান গুনছেন আমানতকারী। অন্যদিকে ব্যাংক আমানতে লোকসান হওয়ায় অনেকেই আবার প্রতারিত হন ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করে। হিসাব বলছে স্থায়ী আমানতে মূল্যস্ফীতি ও উৎসে কর বাদ দিলে একজন আমানতকারী ১শ টাকার বিপরীতে বছর শেষে প্রকৃত ফেরত পাচ্ছেন জমা টাকার চেয়েও কম। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন; আমানতের সুদহার বাড়ানোর পাশাপাশি আমানতকারীদের বিকল্প বিনিয়োগ নিশ্চিত করতে মিউচুয়াল ফান্ডের প্রচারণা ও সহজ করার পাশাপাশি, বিশেষ সঞ্চয়ী স্কীম চালু রাখা প্রয়োজন।

কানাডার প্রবাস জীবন ছেড়ে চার বছর আগে দেশে ফিরেছেন আজরা নারভীন আহমেদ। বাবা মা নেই; একমাত্র বিশেষ চাহিদা সম্পন্ন ভাইকে নিয়ে থাকেন বনানীর একটি বাড়িতে। পরিবারের দায়ভার মেটাতে জমানো সব সঞ্চয় রেখেছিলেন একটি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে। ২০১৯ সালে প্রতিষ্ঠানটিকে অবসায়নে দেয়ার সিদ্ধান্ত হলে নি:স্ব হয়ে পড়ে পরিবারটি। জানালেন; ব্যাংকে আমানতের সুদহার এতটাই কম যা দিয়ে সংসার চালানো কঠিন। তাই দ্বারস্থ হয়েছিলেন নন ব্যাংক প্রতিষ্ঠানের।

বনানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানের সিনিয়র ব্যবস্থাপক হিসেবে কর্মরত সৈয়দ সেলিম উদ্দিন আহামেদ। পরিবারের সুরক্ষার কথা চিন্তা করে সোনালী ব্যাংকে এসেছেন সঞ্চয়পত্র কিনতে। ব্যাংকে স্থায়ী আমানতের সুদহার নিয়ে তার হতাশাও তীব্র।

করোনাকালে যখন মানুষের দৈনন্দিন খরচ বেড়েছে তখন ব্যাংক আমানতের সুদ এতটাই কম যে তা দিয়ে সংসার চালাতে হিমসিম খেতে হচ্ছে অবসরে যাওয়া সরকারি চাকরিজীবী; মধ্যবিত্ত কিংবা ক্ষুদ্র আমানতকারী সকলেরই। ধরা যাক, একজন আমানতকারী ১ লাখ টাকা ব্যাংকে জমা রাখলেন ১ বছর মেয়াদে। বিদ্যমান গড় সুদহার সাড়ে ৪ শতাংশ হিসেবে বছর শেষে ফেরত পাবেন ১ লাখ সাড়ে ৪ হাজার টাকা। যা থেকে ১ বছরের গড় মূল্যস্ফীতি  ৫.৫৬ শতাংশ (বা ৫,৫৬০ টাকা ) এবং ১০ শতাংশ উৎসে কর (৪৫০ টাকা ) বাদ দিলে গ্রাহক এর পকেটে নিট জমা হচ্ছে ৯৮,৪৯০ টাকা। অর্থাৎ বছর শেষে স্থায়ী আমানতে লোকসান গুনছেন আমানতকারী।

ব্যাংকগুলোতে একসময় যেসব ডাবল স্কিম প্যাকেজ ছিল তা এখন অনেকটাই অস্তিত্বহীন। ফলে দুর্বল নন-ব্যাংকিং কিংবা অবৈধ এমএলএমের মতো প্রতিষ্ঠানে বিনিয়োগ করে নি:স্ব হচ্ছেন অনেক গ্রাহক। যা থেকে বেরিয়ে আসতে মিউচুয়াল ফান্ডের প্রচারণা এবং বিশেষ সঞ্চয়ী স্কিম চালু রাখার পরামর্শ বিশ্লেষকদের।

ব্যাংক আমানতে সবচেয়ে বঞ্চিত ছোট আমানতকারীরা। সবশেষ জুলাই মাসেও আমানতের বিপরীতে বেসরকারি অন্তত ১৭টি ব্যাংকের মেয়াদী আমানতের সুদহার ছিল সাড়ে ৪ শতাংশেরও কম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71