ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে চেলসি। শনিবার লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে খেলাটি অনুষ্ঠিত হয়।
ম্যাচের ২২ মিনিটে রিস জেমসের কর্নার কিক থেকে কাই হাভার্টজের গোলে এগিয়ে যায় চেলসি। প্রথমার্ধের ইনজুরি টাইমে সফরকারীদের ডি-বক্সে হ্যান্ডবল করে লালকার্ড দেখে মাঠ ছাড়েন জেমস। পেনাল্টি থেকে লিভারপুলকে সমতায় ফেরান মো সালাহ। দ্বিতীয়ার্ধের পুরো সময় আক্রমণ চালালেও জালের দেখা না পেয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।
এর আগে আর্সেনালকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ম্যাচে ফেরান তোরেন দুটি, ইকায় গুনদোগান, গ্যাব্রিয়েল জেসুস ও রদ্রি একটি করে গোল তুলে নেন।