প্রথম ম্যাচের মতো ভুল দ্বিতীয় ম্যাচে করেননি আইরিশরা ব্যাটসম্যানরা। দারুণ নৈপূন্য প্রদর্শন করে রোববার আয়ারল্যান্ড টপকে গেছে জিম্বাবুয়ের ১৫২ রান। মাত্র তিন উইকেট হারিয়ে ৯ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে আয়ারল্যান্ড।
এরআগে প্রথম টি-টোয়েন্টিতে জয়ের খুব কাছে গিয়েও হারতে হয়েছে আয়ারল্যান্ডকে। সেদিন জিম্বাবুয়ের ১১৭ রান টপকাতে পারেনি আইরিশরা। ম্যাচটি হেরে গিয়েছিল ৩ রানে।
কেভিন ও’ব্রায়েন ৪১ বলে ৬০ রানের ঝোড়ো ইনিংস খেলেন। এছাড়া পল স্টারলিং ২৯ বলে ৩৭ রান করেন। ২৬ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন জর্জ ডকরেল।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫২ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। ৬৪ রানে পাঁচ উইকেট হারানোর পর আর কোনো উইকেট হারায় না জিম্বাবুয়ে।
অবিচ্ছিন্ন ৮৮ রানের জুটি গড়েন মিল্টন শুম্বা (২৭ বলে ৪৬) ও রায়ান বার্ল (৩৩ বলে ৩৭)। আইরিশদের এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-১-এ সমতা বিরাজ করছে।