কাতার বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে ৫ সেপ্টেম্বর বাংলাদেশ সময় দিনগত রাত ১টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচে ইংল্যান্ডে খেলা ৯ তারকা ফুটবলারকে দলে পাচ্ছে না ব্রাজিল। শুধু ওই ম্যাচেই নয়, চিলি ও পেরুর ম্যাচে দেখা যাবে না তাদের।
প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে সামনের আন্তর্জাতিক সূচিতে দক্ষিণ আমেরিকার ফুটবলারদের ছাড়বে না ইংলিশ ক্লাবগুলো। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার হস্তক্ষেপের পরেও এই সিদ্ধান্ত থেকে সরেনি ক্লাবগুলো। যে কারণে ইংল্যান্ডে খেলা ফুটবলারদের পাচ্ছে না ব্রাজিল।
নিজ নিজ ক্লাবের নির্দেশ উপেক্ষা করে বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন কয়েকজন তারকা। তবে ব্রাজিলের খেলোয়াড়রা ক্লাব ছাড়ছেন না।
তারা হলেন- লিভারপুলের গোলরক্ষক অ্যালিসন বেকার, ম্যানচেস্টারের গোলরক্ষক এডারসন মোরায়েস, চেলসির ডিফেন্ডার থিয়াগো সিলভা, লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার ফাবিনহো ও ফ্রেড এবং লিডস, লিভারপুল, ম্যানচেস্টার সিটি ও এভারটনের স্ট্রাইকার রাফিনহা, ফিরমিনো, হেসুস ও রিচার্লিসন।
তবে এই সমস্যার কথা আগেই মাথায় রেখেছিলেন ব্রাজিল কোচ তিতে। যে কারণে কয়েকদিন আগে নিজের স্কোয়াডে নতুন করে ৯ খেলোয়াড়কে যোগ করেছিলেন তিনি। সেই ৯ খেলোয়াড় হলেন এভারসন, সান্তোস, মিরান্ডা, এডেনিলসন, গারসন, ম্যাথুজ নুনেস, ম্যালকম, ভিনিসিয়াস এবং হাল্ক।
আগামী শুক্রবার (৩ সেপ্টেম্বর) ভোরে চিলির বিপক্ষে খেলবে ব্রাজিল। এরপর রোববার বাংলাদেশ সময় দিনগত রাত ১টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে তারা। পরের শুক্রবার (১০ সেপ্টেম্বর) ভোরে পেরুর মুখোমুখি হবে তিতের দল।