ঠাকুরগাঁওয়ে অর্ধগলিত অবস্থায় আনুমানিক ৩৩ বছর বয়সের অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন কহরপাড়া গ্রামের ফেরসাডাঙ্গি ব্রিজের পাশের একটি বাগানের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ২-৩ দিন আগে অজ্ঞাতনামা ওই নারীকে কে বা কারা হত্যা করে কহরপাড়া গ্রামের একটি বাগানের ভেতর গর্ত করে পুঁতে রাখে।
সোমবার স্থানীয় লোকজন বাগানের ভেতর দিয়ে চলাচলের সময় দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য লাশটি ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠান।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম জানান, ভিকটিমের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর ধারণা করছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ওই নারীর পরিচয় অনুসন্ধান ও কারা এ হত্যাকাণ্ডের সাথে জড়িত তা উদঘাটন করা হবে দ্রুতই।