টানা ১৯ দিন পর কারাগার থেকে মুক্তি পেলেন চিত্রনায়িকা পরীমনি। তার জামিন হয়েছে গতকাল। তবে জামিনের নথিপত্র কাশিমপুর কারাগারে আসতে দেরি হওয়ার কারা কর্তৃপক্ষ কাল তাকে মুক্তি দিতে পারেনি। অবশেষে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে আজ সকাল সাড়ে ৯টার দিকে তিনি মুক্তি পান।
কারা ফটক থেকে একটি সাদা গাড়িতে করে বের হতে দেখা যায় তাকে। পরীমনি সাদা পোশাকে ছিলেন। এসময় তার মুক্তির অপেক্ষায় থাকা ভক্তদের উদ্দেশে হাত নেড়ে অভিনন্দনের জবাব দেন তিনি।