জীবনের সবচেয়ে সুখানুভূতির এই সময়েও স্বস্তিতে নেই নুসরাত। দাম্পত্য জীবনের শুরু থেকেই সমালোচনার মুখে পড়া এই তৃণমূল সংসদ সদস্য মা হওয়ার পরও নেটিজেনদের মুখ বন্ধ করতে পারছেন না। সাবেক স্বামী নিখিল সন্তানের পিতৃত্ব অস্বীকার করায় অস্বস্তি আরও বেড়েছে। সন্তানের বাবা কে, নুসরাতের সন্তান কার পরিচয়ে বড় হবে সেই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।
অনেকে আবার নুসরাতের সন্তানের নাম রাখা নিয়েও সমালোচনায় মেতেছেন। জানা গেছে, নুসরাত নিজেই ছেলের নাম রেখেছেন ইংরেজি অক্ষর ‘ইউ’ দিয়ে। অর্থাৎ এখানে যশ গুপ্তের (Yash Dasgupta) সঙ্গে মিলিয়ে নাম রেখেছেন ঈশান। ইংরেজিতে যার বানান হবে Yishaan।
তবে যে যাই বলুক এত সমালোচনার পরও নুসরাতকে তার দুঃসময়ে যোগ্য সঙ্গ দিচ্ছেন যশ। হাসপাতালে নুসরাতের পাশে ছিলেন। এমনকি নুসরাতের সন্তান হওয়ার পর এক বিবৃতিতে যশ জানিয়েছেন, ‘যারা নুসরাতের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন, তাদের উদ্দেশে জানাই, মা-ছেলে দুইজনেই ভালো আছে।