December 29, 2024, 1:43 am

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে খুশি গলাচিপার মসজিদের ইমামরা

Reporter Name
  • Update Time : Monday, June 1, 2020,
  • 198 Time View

সজ্ঞিব দাস,গলাচিপা,পটুয়াখালী, প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার নগদ ৫ হাজার টাকা করে মসজিদের ইমামদের হাতে তুলে দিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহিন শাহ। সোমবার সকালে গলাচিপা উপজেলা অডিটরিয়াম হল রুমে আনুষ্ঠানিকভাবে এ টাকা দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো. রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের গলাচিপা শাখা ফিল্ড সুপারভাইজার ওয়ের হোসেন, কেয়ারটেকার খলিলুর রহমান প্রমুখ।

গলাচিপা ইসলামিক ফাউন্ডেশনের তথ্য মতে জানা যায়, উপজেলায় ১ হাজার ৭১টি মসজিদের ইমামদের জন্য ৫৩ লাখ ৫৫ হাজার টাকা বরাদ্দ হয়। প্রতিটি মসজিদের ইমামকে ৫ হাজার টাকা করে প্রধানমন্ত্রীর উপহার দেয়া হয়। এদিন গলাচিপা পৌরসভার ৩০টি মসজিদের ইমামের হাতে নগদ অর্থ তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহিন শাহ।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহিন শাহ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অর্থায়নে ইমামদের জন্য উপহার পৌঁছে দিয়ে আমি আনন্দিত।

তিনি ইমামদের উদ্দেশ্যে আরও বলেন, সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। ইমামগণ মসজিদে সবাইকে মাস্ক পরার পরামর্শ দেবেন। আপনাদের কথা মুসল্লীরা নিশ্চয়ই শুনবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71