সাবেক ছাত্রলীগ নেতা রাকিব সরকারকে বিয়ে করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। মাহি ও কামরুজ্জামান সরকার রাকিব দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। তবে মাহির বর্তমান স্বামী রাকিবের সঙ্গে তার প্রথম স্ত্রীর ডিভোর্স হয়েছে কি না সেটি এখনো জানা যায়নি।
কামরুজ্জামান সরকারের প্রথম সংসারে দুটি সন্তান রয়েছে। এর মধ্যে একটি ছেলে একটি মেয়ে। ছেলেটির নাম সোয়াইব ও মেয়েটির নাম সাইয়ারা। ফলে দ্বিতীয় বিয়ের পরপরই ফুটফুটে দুই সন্তানের মা বনে যান মাহি।যদিও মাহি জানিয়েছেন, স্বামীর আগের সংসারের সন্তানদের সঙ্গে এখনো দেখা হয়নি তার।
বিয়ের বিশেষ এই মুহূর্তের ছবিটি প্রকাশ করে মাহি জানান, সোমবার (১৩ সেপ্টেম্বর) ১২টা ৫ মিনিটে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
এর আগে, ২০১৬ সালের ২৫ মে জমকালো আয়োজনে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে প্রথম বিয়ে করেছিলেন মাহিয়া মাহি। চলতি বছরের মে মাসে মাহি প্রথম স্বামী অপুর সাথে ছাড়াছাড়ি হওয়ার বিষয়টি জানান। এরপর গুঞ্জন ওঠে কামরুজ্জামান সরকার রাকিব নামের এক রাজনীতিক-ব্যবসায়ীকে বিয়ে করছেন মাহি।