মেসি-সুয়ারেজদের মতো খেলোয়াড়কে সাক্ষী রেখে ন্যু ক্যাম্পে বার্সেলোনাকে ৮-২ গোলে বিধ্বস্ত করেছিলো বায়ার্ন মিউনিখ। ২০১৯-২০ মৌসুমের সেই ঐতিহাসিক কোয়ার্টার ফাইনালের ক্ষত এখনো শুকায়নি। এরই মধ্যে চ্যাম্পিয়নস লিগে আবারও সেই বায়ার্নের মুখোমুখি হতে যাচ্ছে বার্সেলোনা।
নতুন মৌসুমের প্রথম দিন আজ অভিযান শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন চেলসিরও । স্টাম্পফোর্ড ব্রিজে তাদের প্রতিপক্ষ জেনিত। অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড মুখোমুখি হবে ইয়াং বয়েজের, জুভেন্টাসের প্রতিপক্ষ মালমো আর সেভিয়ার প্রতিপক্ষ সলসবুর্গ।
বায়ার্নের বিপক্ষে ম্যাচ নিয়ে অবশ্য বার্সা কোচ রোনাল্ড কোম্যান দিয়ে রাখলেন প্রচ্ছন্ন হুমকি, ‘বছরখানেকের বেশি হয়ে গেছে আর অনেকেই ভুগেছে সেই ম্যাচে। আমাদের এখন ভালো একটা দল আছে, যারা ভোগাতে পারে বায়ার্নকে। নিজেদের চেনা খেলাটা খেলেই প্রতিপক্ষকে কঠিন সময় দিতে পারি আমরা।’
মেসিকে ছাড়াই মাঠে নামতে হবে বার্সাকে। অধিনায়ক সেরহিও বুসকেটস অবশ্য এটা নিয়ে পড়ে থাকতে নারাজ। বরং মেসিকে ছাড়াই বেশ আশাবাদী তিনি। ‘মেসির চলে যাওয়া অনেক বড় আঘাত। এর পরও এগিয়ে যেতে হবে আর সেই সামর্থ্য আছে দলের।’
তবে অধিনায়ক আশাবাদী হলেও দর্শকরা অবশ্য এতটা আত্মবিশ্বাসী নন, তাই এখনো বিক্রি হয়নি গ্যালারির অনেক টিকিট।