দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি তাদের অফিস পরিচালনা নিয়ে জরুরি নোটিশ দিয়েছে। সব কার্যক্রম স্বাভাবিক রাখতে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ইভ্যালী ‘হোম অফিস’ পদ্ধতিতে চলবে। আর সব কার্যক্রম স্বাভাবিক নিয়মেই চলবে।
আজ শনিবার (১৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে প্রতিষ্ঠানটির ভেরিফায়েড ফেসবুক পেজে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দিয়েছে।
ইভ্যালির ফেসবুক পেজের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় – “সম্মানিত গ্রাহক ও সেলার, আপনাদের জন্যই আমাদের সকল আয়োজন। আর তাই বর্তমান পরিস্থিতি বিবেচনায়, আপনাদের সর্বোচ্চ সেবা দেওয়ার লক্ষ্যে, ১৮ সেপ্টেম্বর ২০২১ রোজ শনিবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ইভ্যালি এমপ্লয়িগণ নিজ নিজ বাসা থেকে অফিস কার্যক্রম পরিচালনা করবেন। ‘হোম অফিস’ পদ্ধতিতে ইভ্যালির সকল কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলমান থাকবে। আপনাদের আন্তরিক সহযোগিতা আমাদের একান্তভাবে কাম্য।”
এদিকে ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাসেল এবং তাঁর স্ত্রী ও ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গত বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার (১৭ সেপ্টেম্বর) তাদের দু’জনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এরপর শুক্রবার রাতে হঠাৎ অসুস্থবোধ করায় সিইও রাসেলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকের পরামর্শে নেওয়া হয় মিডফোর্ড হাসপাতালে। তবে শারীরিক গুরুতর কোন সমস্যা না থাকায় আবারও তাকে থানায় নেওয়া হয়।
এ বিষয়ে গুলশান থানার ডিউটি অফিসার এএসআই অলিন্দ্র তালুকদার গণমাধ্যমকে জানান, রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ অসুস্থবোধ করলে তাকে ঢাকা মেডিকেল পরে সেখান থেকে চিকিৎসকের পরামর্শে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। এসিডিটির চাপ ছাড়া তার শরীরে তেমন কোনো সমস্যা পাননি চিকিৎসকরা। তাই রাতেই তাকে আবারও থানায় নিয়ে আসা হয়। তবে এখন তিনি ভালো আছেন।