দেশের নিত্যপণ্যের বাজার দর স্বাভাবিক রাখতে মাঝে মধ্যেই ট্রাকে করে নিত্যপণ্য বিক্রি করে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এবার আজ রোববার (১৯ সেপ্টেম্বর) থেকে আবারও টিসিবির ট্রাকে পেঁয়াজ বিক্রি করা হবে।
পেঁয়াজের মূল্য ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে ৩০ টাকা কেজি দরে ট্রাকে পেঁয়াজ বিক্রি করবে প্রতিষ্ঠানটি।
টিসিবির জনসংযোগ কর্মকর্তা মো. হুমায়ুন কবির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এসময় তিনি তিনি জানান, আজ রোববার থেকে টিসিবির ট্রাকে পেঁয়াজও বরাদ্দ থাকবে। প্রতিকেজি ৩০ টাকা। একজন ক্রেতার কাছে সর্বোচ্চ দুই কেজি পেঁয়াজ কিনতে পারবে। অন্যান্য পণ্য আগের মূল্যেই বিক্রি করা হবে।