করোনার প্রভাবে মাঝপথে স্থগিত করা হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। স্থগিতের ৪ মাস পর ফের মাঠে গড়াচ্ছে আসরটি। যদিও এবার আর ভারতে নয়, বাকি অংশের খেলা হবে সংযুক্ত আরব আমিরাতে।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু স্থগিত হওয়া আসরের প্রথম ম্যাচ। নতুন সূচিতে আজ মাঠে নামবে মুম্বাই ইন্ডিয়ানসের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস।
আসরটিতে অংশ নিতে বর্তমানে আমিরাতে রয়েছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। সাকিব কলকাতা নাইট রাইডার্স ও মুস্তাফিজ রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন। সাকিব সোমবার ও মুস্তাফিজ মঙ্গলবার নিজ নিজ দলের হয়ে মাঠে নামতে পারেন।
৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে দিল্লি ক্যাপিটালস। ৭ ম্যাচ খেলে ১০ পয়েন্ট পাওয়া চেন্নাই সুপার কিংসের অবস্থান দুইয়ে। বিরাট কোহলির বেঙ্গালুরুর অবস্থান তিনে। চারে রয়েছে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স।
সূত্র: ক্রিকইনফো