রাজধানীর গুলশান লেকে (গুলশান-১ ও ২ নম্বরের মাঝামাঝি (গুলশান-১ রোড-৩১)) একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ভোরে নৌকাটি ডুবে যায়।
পরে ফায়ার সার্ভিসের সদস্যরা নৌকাটি উদ্ধারে যায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শাফায়াত বলেন, নৌকায় বেশ কয়েকজন যাত্রী পার হচ্ছিলেন। নৌকার মাঝিকে জীবিত উদ্ধার করা হয়েছে। নৌকায় ৭-৮ জন যাত্রী ছিল, সবাই সাঁতার কেটে উঠে গেছে।