December 23, 2024, 7:44 pm

ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসির অভিযান, ভবন মালিককে জরিমানা

Reporter Name
  • Update Time : Wednesday, June 3, 2020,
  • 199 Time View

অনলাইন ডেস্ক

ডেঙ্গু মোকাবিলায় এডিস মশা নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অভিযানে একটি ভবন মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে সংস্থাটি।

মঙ্গলবার ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন এ তথ্য নিশ্চিত করেন।

মামুন বলেন, ডেঙ্গু থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে মঙ্গলবার (২ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট রোসলিনা পারভীনের নেতৃত্বে রাজধানীর মধ্য বাড্ডায় এই অভিযান চালানো হয়।

অভিযানে ১১টি নির্মাণাধীন ভবন পরিদর্শন করে একটি নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়া যায়। মোবাইল কোর্টের মাধ্যমে ভবনের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে বেশকিছু ভবনে জমে থাকা বৃষ্টির পানি ও ময়লা-আবর্জনা পাওয়ায় তৎক্ষণিকভাবে অপসারণের নির্দেশ দিয়ে সতর্ক করা হয়।

এডিস মশা নিয়ন্ত্রণে গত ১০ মে থেকে ডিএনসিসি পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে এ পর্যন্ত মোট ৪ লাখ ২৬ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। এডিস মশা নিয়ন্ত্রণে ডিএনসিসির মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71