বিশ্বকাপ বাছাইপর্বে বলিভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে আন্তর্জাতিক গোলসংখ্যায় পেলেকে ছাড়িয়ে গেছেন লিওনেল মেসি। ব্রাজিলের পক্ষে পেলের করা ৭৭ গোলের রেকর্ড ছাড়িয়ে মেসির গোল এখন ৭৯টি। ১০ সেপ্টেম্বর এই রেকর্ড ভেঙেছিলেন মেসি।
অসুস্থতার কারণে এই অভিনন্দন বার্তা পাঠাতে বিলম্ব হওয়ায় ফুটবল বিস্ময় মেসিকে ‘সরি’ও বলেছেন ফুটবলের কালো মানিক।
ইনস্টাগ্রামে গত শনিবার (২৫ সেপ্টেম্বর) পেলে তার পোস্টে লিখেন, হাই মেসি! বিলম্বের জন্য দুঃখিত। তবে আরও একটি দারুণ রেকর্ড ছোঁয়ায় তোমাকে অভিনন্দন জানানোর সুযোগটা আমি মিস করতে চাই না।
তোমার ফুটবল প্রতিভা অবিশ্বাস্য। আশা করি, সামনে দিনগুলোতে নেইমার ও এমবাপ্পের সাথে আরও অনেক কিছুই জিতবে তুমি।
ফুটবল বিশ্বের মহাতারকা পেলের শরীরটা ভালো যাচ্ছে না। গত ৩১ আগস্ট থেকে হাসপাতালের বিছানাতেই আছেন তিনি।