অনলাইন ডেস্ক
করোনা সংক্রমণে জাতীয় রাজস্ত বোর্ডের (এনবিআর) রাজস্ব কর্মকর্তা (সুপারিন্টেনডেন্ট) জসীম উদ্দিন মজুমদার মৃত্যুবরণ করেছেন।
আজ বুধবার (৩ জুন) ভোরে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এনবিআরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সৈয়দ এ মুমেন বিষয়টি নিশ্চিত করেছেন। জসীম চট্টগ্রাম কাস্টমস হাউসে কর্মরত ছিলেন বলে জানান তিনি।
এদিকে, এনবিআরের তথ্য কর্মকর্তা জসীমের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ কাস্টমস অ্যান্ড ভ্যাট এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশন (বাকাএভ)। সংগঠনের পক্ষ থেকে এক শোক বার্তায় তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।