মনিরামপুরে যথাযথ মর্যাদায় জেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত চৌধুরী শহীদুল ইসলাম নয়নের ১১তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপি’র যৌথ উদ্যোগে দলটির উপজেলা দলীয় কার্যালয়ে আলোচনাসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপি’র সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র অ্যাড. শহীদ মুহাম্মদ ইকবাল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান,
ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মকবুল ইসলাম, জামশেদ আলী, জুলফিকার আলী ভূট্টো, আবু জাফর, পৌর যুবদলের আহবায়ক আব্বাস উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুক্তার হোসেন, যুবদলনেতা শফিয়ার রহমান,
আসলাম হোসেন, মহিবুবুল আলম মামুন, মিজানুর রহমান, আইয়ুব আলী, উপজেলা ছাত্রদলের আহবায়ক ওলিয়ার রহমান, ছাত্রদলনেতা কামরুজ্জামান, মনিরুজ্জামান রুবেল, রাকিবুল ইসলাম শুভ প্রমুখ। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ হেলাল উদ্দিন।