গলাচিপায় শিক্ষকদের কোভিড-১৯ পরিস্থিতিতে কোমলমতি শিক্ষার্থীদের শিখন ও লেখনে যে ঘাটতি পূরণে ত্বারান্বিত শিখন পরিকল্পনা আন্তরিকভাবে দায়িত্বশীলতার মাধ্যমে শিক্ষার উন্নয়ন ঘটাতে হবে।
গতকাল শনিবার বিকাল ৫টায় গলাচিপা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রাথমিক শিক্ষা বিভাগের বরিশাল বিভাগীয় উপ পরিচালক মো. জালাল উদ্দিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ছাইয়াদুজ্জামান, খাদিজা পারভীন, সুপারিনটেনডেন্ট, পিটিআই পটুয়াখালী । মত বিনিময় সভায় বিভাগীয় ও জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা নিষ্ঠার সাথে এবং দেশপ্রেমে আগামী প্রজন্মের শিক্ষার্থীদের লিখন পঠন কাজে কাজ করার আহ্বান জানান। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।