চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে নৌকা ডুবে এক নারী ও শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৭-৮ জন। ঘটনাটি ঘটেছে আজ বেলা ২টার দিকে শিবগঞ্জ উপজেলার পাঁকা নামক স্থানে।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বি এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বিশরশিয়া গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী নিলুফা ইয়াসমিন (৫২) ও আঠারো মাস বয়সী সিয়াম। তারা সম্পর্কে নানী ও নাতি।
স্থানীয়রা জানায়, দূর্লভপুর ইউনিয়নের বোগলাউড়ি ঘাট থেকে ৩০ থেকে ৪০ জন যাত্রী নিয়ে বেলা ২টার দিকে নৌকাটি পাঁকার বিশ রশিয়ার উদ্দেশ্যে রওনা দেয় এবং পথে ডুবে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, দুপুর ২টার দিকে খারাপ আবহাওয়ার মধ্যে ৩০-৩৫ জন যাত্রী নিয়ে একটি নৌকা শিবগঞ্জের পাঁকা যাওয়ার সময় প্রবল স্রোতের কারণে উল্টে যায়। এতে বেশিরভাগ যাত্রী সাঁতরে তীরে উঠলেও ১০ জনের মতো নিখোঁজ ছিল। পরে স্থানীয়রা নিলুফা ইয়াসমিন ও সিয়ামের মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।