December 24, 2024, 4:26 pm

আন্দোলনকারীদের সামনে হাঁটু গেড়ে কাঁদলেন ৬০ মার্কিন পুলিশ

Reporter Name
  • Update Time : Wednesday, June 3, 2020,
  • 102 Time View

অনলাইন ডেস্ক

মিনেসোটা রাজ্যের মিনিয়াপোলিস শহরে গত ২৫ মে গলায় হাঁটু চেপে পুলিশের নির্যাতনে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যু নিয়ে যুক্তরাষ্ট্র জুড়ে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ার পর সেই ক্ষোভ বিশ্বব্যাপী বিস্তৃত হয়েছে।

`অপরাধ একজনের, অনুতাপ সবার’-আমেরিকার নর্থ ক্যারোলিনার ৬০ পুলিশ সদস্য আন্দোলনকারীদের নিয়ন্ত্রণ করতে হাঁটু গেড়ে এ বার্তা দিয়েছেন। কেউ কেউ এ সময় কান্নায়ও ভেঙে পড়েন। চলমান এ আন্দোলন নিয়ন্ত্রণ করতে অধিকাংশ অঙ্গরাজ্যের পুলিশ কঠোর পদক্ষেপ নিচ্ছে।

ডেইলি মেইলের তথ্য মতে, ফায়েটভিল অঞ্চলে গত সোমবার আন্দোলনকারীরা পদযাত্রা শুরু করলে পুলিশ তাদের আটকানোর চেষ্টা করে। কিন্তু তারা থামতে অপরাগতা প্রকাশ করেন। এরপর মুর্চিসন রোডে দায়িত্বে থাকা ৬০ পুলিশ সদস্য হাঁটু-গেড়ে বসে পড়েন।

ক্যারোলিনা পুলিশের পক্ষ থেকে পরে টুইটে জানানো হয়, ব্যথা অনুভবের প্রদর্শনী হিসেবে, আমাদের জাতীয় সমতা আর ন্যায় বিচার দাবির প্রতি সমর্থন জানাতে পুলিশ সদস্যরা এভাবে নতজানু হয়েছেন।

এদিকে মিমামো মনিকা নামের এক আন্দোলনকারী ফেসবুকে লিখেছেন, পেছনে যেতে বললে আন্দোলনকারীরা প্রথমে পাগল হয়ে যায়। কিন্তু হঠাৎ করে পুলিশেরা হাঁটু গেড়ে বসে পড়েন।

এই দৃশ্য দেখে নারী-পুরুষ সবাই কাঁদতে শুরু করেন। অনেক পুলিশ কাঁদতে কাঁদতে আন্দোলনকারীদের জড়িয়ে ধরেন।

মনিকা জানান, কারফিউ ঘোষণার পর রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। এ দৃশ্য ইতিহাস হয়ে থাকবে। ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা দেবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71