December 24, 2024, 4:34 pm

কোন ইস্যুতে ট্রাম্প-মোদির ২৫ মিনিটের ফোনালাপ?

Reporter Name
  • Update Time : Wednesday, June 3, 2020,
  • 99 Time View

অনলাইন ডেস্ক

বিভিন্ন ইস্যুতে ২৫ মিনিটে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসব ইস্যুর মধ্যে ছিল লাদাখ সীমান্তে চীন-ভারতের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা, জি-৭-এ ভারতের অন্তর্ভুক্তি, যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের প্রতিবাদে চলমান বিক্ষোভসহ সাম্প্রতিক নানা ইস্যু। মঙ্গলবার এ দুই নেতার মধ্যে প্রায় ২৫ মিনিট কথা হয়েছে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

চীনের সঙ্গে সম্পর্কটা মোটেও ভালো যাচ্ছে না মার্কিন প্রেসিডেন্টের। বাণিজ্যযুদ্ধ, করোনা উৎসসহ বিভিন্ন কারণে দিন দিন আরও তিক্ত হচ্ছে চীন-মার্কিন সম্পর্ক। এশিয়া অঞ্চলে চীনের প্রভাব কমাতে ভারতকে কাছে টানার পথেই হাঁটছেন এ রিপাবলিকান নেতা। নরেন্দ্র মোদিকে ‘প্রিয় বন্ধু’র স্বীকৃতি দিয়েছেন অনেক আগেই, দেখা-সাক্ষাতও হয়েছে বেশ কয়েকবার। সম্পর্কের উষ্ণতা বোঝাতে বাগাড়ম্বরের অভাব রাখেনননি কেউই। ট্রাম্পের ভারত সফরে তা প্রকাশ পেয়েছে আরও জোরেশোরে।

এ কারণে চীনের সঙ্গে দ্বন্দ্বে যুক্তরাষ্ট্র ভারতের পাশে থাকবে, সেটাকেই স্বাভাবিক বলে মনে করছেন বিশ্লেষকরা।

সোমবার মার্কিন প্রতিনিধি পরিষদের বৈদেশিক সম্পর্ক বিভাগের প্রধান এলিয়ট এঞ্জেল জানিয়েছেন, ভারতের চূড়ান্ত নিয়ন্ত্রণ রেখা বরাবর ‘চীনা আগ্রাসন’ নিয়ে যুক্তরাষ্ট্র অত্যন্ত উদ্বিগ্ন। এ সংকট সমাধানে ভারতের সঙ্গে বিদ্যমান প্রক্রিয়া ও কূটনৈতিক সম্পর্ক মেনে চলতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71