December 24, 2024, 1:58 am

বড় জয় নিয়ে শীর্ষে ক্রোয়েশিয়া

অনলাইন ডেস্ক
  • Update Time : Saturday, October 9, 2021,
  • 75 Time View

বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে অধিনায়ক লুকা মদ্রিচের পেনাল্টি মিসের পরেও সাইপ্রাসের বিপক্ষে ৩-০ গোলের বড় জয় পেয়েছে ক্রোয়েশিয়া। এ জয়ে গ্রুপ এইচ-এ ৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সবার শীর্ষেই রয়েছে ক্রোয়েশিয়া।

ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ড্র হওয়ার পথে এগুলেও অতিরিক্ত সময়ের ৪৭ মিনিটে মদ্রিচের পাসে পেরিসিচ গোল দিলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ক্রোয়াটরা।

ম্যাচের ৫৪ মিনিটে পেনাল্টি পেলেও তা থেকে গোল করতে ব্যর্থ হন লুকা মদ্রিচ। ম্যাচের ৮০ মিনিটে গার্দিওল গোল দিলে ২-০ গোলের লিড নেয় ক্রোয়েশিয়া।

সাইপ্রাসের কফিনে শেষ পেরেক ঠুকে দেন লিভাজা। অতিরিক্ত সময়ে ম্যাচের ৯২ মিনিটে গোল দিলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ক্রোয়েশিয়া।

এ জয়ে ক্রোয়েশিয়া পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের একেবারে তলানিতে সাইপ্রাস। ৭ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71