December 26, 2024, 5:04 am

ঢাকায় এসেছিলেন চাকরির খোঁজে, ফিরতে হল লাশ হয়ে।

অনলাইন ডেক্স
  • Update Time : Tuesday, October 12, 2021,
  • 60 Time View

ঢাকায় এসেছিলেন চাকরির খোঁজে কিন্তু সেই স্বপ্ন স্বপ্নই থেকে গেল ২৩ বছর বয়সী কিশোরগঞ্জের রাহিমুল কবির নামের এক যুবকের। রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন রাহিমুল কবির।

মঙ্গলবার (১২ অক্টোবর) ভোর ৫টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পুলিশ বক্সের পাশে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভোর ৬টায় তাকে মৃত ঘোষণা করেন।

বিমানবন্দর থানার উপ পরিদরর্শক (এসআই) মো. জুয়েল মিয়া জানান, বিমানবন্দর পুলিশ বক্সের দক্ষিণ পাশের মহাসড়কে ভোরে কোনো পরিবহনের ধাক্কায় গুরুতর আহত হয় রাহিমুল। তখন পথচারীরা থানায় খবর দিলে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত রাহিমুলের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র ও ফোন নাম্বার থেকে তার পরিচয় শনাক্ত করা হয়। নিহতের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ায়। বাবার নাম লুৎফুল কবির। চাকরির খোঁজে গ্রাম থেকে ঢাকায় এসেছিলেন। ভোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

ময়না তদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে। ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71