December 24, 2024, 5:07 pm

পর্দা উঠল টি-টোয়েন্টি বিশ্বকাপের, টসে জিতে ফিল্ডিংয়ে ওমান।

অনলাইন ডেক্স
  • Update Time : Sunday, October 17, 2021,
  • 53 Time View

পর্দা উঠল ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের। পাঁচ বছর আগে প্রথমবার এই ইভেন্টে নাম লেখানো ওমান মুখোমুখি নবাগত পাপুয়া নিউ গিনির। ওমানের মাসকাটের আল-আমেরাত স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।

বিশ্বকাপের সপ্তম আসরের উদ্বোধনী দিনে ম্যাচের শুরুতে হাসলেন ওমান অধিনায়ক জিসান মাকসুদ। টসে জিতে পাপুয়া নিউ গিনি অধিনায়ক আসাদ ভালাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান তিনি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত তিন ওভারে দুই উইকেটে ১১ রান করেছে পাপুয়া নিউ গিনি।

ম্যাচের আগে হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। সম্পূর্ণ মেয়েদের গড়া এক ব্যান্ড দলের পারফরম্যান্স ছিল এ অনুষ্ঠানের মূল অংশ। নারীদের ব্যান্ড দল ঢাক-ঢোল বাজিয়ে মাঠে ঢুকেছেন। আনুষ্ঠানিকভাবে পর্দাও উঠল সপ্তম বিশ্বকাপের।

এবারই প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে নেমেছে পাপুয়া নিউগিনি। অন্যদিকে ২০১৬ সালের আসরেও প্রথম পর্বে সুযোগ পেয়েছিলো ওমান। তবে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে ওমানের (১৮) চেয়ে তিন ধাপ ওপারে রয়েছে পিএনজি (১৫)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71