টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপারে টুয়েলভে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগার বাহিনী। বাংলাদেশ সময় বিকাল ৪টায় সংযুক্ত আরব আমিরাতের শারজা স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। তবে শুধু বাংলাদেশের খেলা হয় এমন আরও ৫টি হাইভোল্টেজ ম্যাচ আছে আজ।
তাই ক্রিকেট বা ফুটবল সমর্থকেরা আজ টিভি পর্দা থেকে চোখ সরানোর সুযোগ পাবে না। আর ক্রিকেট প্রেমীদের জন্য দিনটা শুরু হবে বিকেল চারটায় বাংলাদেশের ম্যাচ দিয়ে।
এই ম্যাচের পরপরই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের লড়াই শুরু হবে। ক্রিকেটের এই মহাযুদ্ধ চলার সময়ই শুরু হয়ে যাবে ফুটবল লড়াই। এল ক্লাসিকোতে মুখোমুখি হবে আরেক চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এদিন রাতেই রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড বনাম লিভারপুলের ম্যাচ।
রোববার রাত ১২টা ৪৫ মিনিটে শুরু হবে ইন্টার মিলান ও জুভেন্টাসের মধ্যকার ম্যাচ। একই সময়ে মার্সেইয়ের বিপক্ষে মাঠে নামবে সময়ের অন্যতম জনপ্রিয় দল পিএসজি।
একনজরে দেখে নেওয়া যার ক্রিকেট ও ফুটবলের আজকের ম্যাচগুলোর সূচি
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
বিকাল ৪টা, ভ্যেনু শারজা।
ভারত বনাম পাকিস্তান
রাত ৮টা, ভ্যেনু দুবাই।
ম্যানচেস্টার ইউনাইটেড বনাম লিভারপুল
রাত সাড়ে ৯টায়।
বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ
রাত সোয়া ৮টা, ন্যু ক্যাম্প।
ইন্টার মিলান বনাম জুভেন্টাস
রাত ১২টা ৪৫ মিনিট, সান সিরো।
মার্সেই বনাম পিএসজি
রাত ১২টা ৪৫ মিনিট, স্তাদে ভেলোদ্রোম