দল নিয়ে বাইরে কে কী বলছে এসব নিয়ে ভাবছেন না বাংলাদেশ জাতীয় দলের কোচ রাসেল ডমিঙ্গো। রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এই ম্যাচকে সামনে রেখে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এসব কথা বলেন ডমিঙ্গো।
রাউন্ড ওয়ানে গ্রুপ পর্বের শুরুটা ভালো ছিলো না বাংলাদেশের জন্য। স্কটল্যান্ডের বিপক্ষে হার দিয়ে শুরু করায় পরের দুই ম্যাচ জিতেও গ্রুপে রানার্স আপ হিসেবেই উঠতে হয় মূল পর্বে।
স্কটল্যান্ডের বিপক্ষে হারের পর ডমিঙ্গোকে বসতে হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাঠগড়ায়। ওমানের মাসকটে বিসিবি সভাপতি ও পরিচালকদের জুম মিটিংয়ে তাকে জর্জরিত হতে হয়েছিল নানা প্রশ্নে। সঙ্গে ছিলেন দুই শিষ্য মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নাজমুল হাসান পাপন ক্রিকেটারদের নিবেদন নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সুপার টুয়েলভ নিশ্চিতের পর এসব কিছু নিয়ে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছিলেন অধিনায়ক মাহমুদউল্লাহও। এবার মুখ খুললেন কোচও। তিনি জানান, বাংলাদেশের হয়ে খেলতে হলে সমালোচনা সইতে হবে।
সংবাদ সম্মেলনে সমালোচনা নিয়ে ডমিঙ্গোকে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘আমি এখানে শুধু খেলাতেই মনোযোগ দিচ্ছি। দল নিয়ে বাইরে কে কী বলছে এসব নিয়ে আমার কোনও ভাবনা নেই, চিন্তা করছি না। আমার লক্ষ্য হচ্ছে দলকে শারীরিক এবং মানসিকভাবে ম্যাচের জন্য তৈরি করা।’
তিনি আরও বলেন, ‘যখন আপনি বাংলাদেশের হয়ে খেলবেন, তখন ভালো সময় না গেলে সমালোচনার মধ্য দিয়ে আপনাকে যেতে হবে। এটা আসলে আন্তর্জাতিক ক্রিকেটের অংশ। কোচিংয়ের অংশ হিসেবে দলকে কী ভাবে নিয়ন্ত্রণে রাখা যায়, এসবের থেকে সেই দিকে মনোযোগ দিতে হবে। মানুষ কী বলছে, কী লিখছে এসব নিয়ে আমাদের কিছু করার নেই।’
শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে ডমিঙ্গো বলেন, ‘আমার মনে হয় আমরা শ্রীলঙ্কার সঙ্গে গত কয়েক মাসে কিছু ম্যাচ খেলেছি। ওয়ানডে এবং টেস্টে তাদের বিরুদ্ধে আমরা দারুণ কিছু ম্যাচ খেলেছি। আমাদের ভারসাম্যপূর্ণ একটি দল আছে যেখানে দক্ষ বোলারদের পাশাপাশি ভয়ংকর কিছু ব্যাটসম্যান আছে। সাকিবের মতো বিশ্বমানের অলরাউন্ডার আছে আমাদের দলে। এখানকার কন্ডিশন আমাদেরকে সাহায্য করতে পারে। শারজার উইকেট অনেকটা ঢাকার উইকেটের মতোই। আশা করি ম্যাচে তা আমাদের সাহায্য করবে।’