আজ বিকেলে ক্যারিবিয়ানদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। শুক্রবার (২৯ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
এই ম্যাচে হারলেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়তে হবে গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে। কেননা, এ পর্যন্ত দুই ম্যাচের দুটিতেই হেরেছে ক্রিস গেইলরা।
প্রথমে ইংল্যান্ড ও পরে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গিয়ে অনেকটা ব্যাক-ফুটে। তাই জয়ের ধারায় ফিরতে মরিয়া ক্যারিবীয়ানরা।
অন্যদিকে, সুপার টুয়েলভে টানা দ্বিতীয় হারে মানসিক দিক থেকে অনেকটাই পিছিয়ে বাংলাদেশ দল। ব্যাট-বল কোনোটাতেই ছন্দে ফিরতে পারছেনা টাইগাররা।
মহাগুরুত্বপূর্ণ এ ম্যাচটি দুই দলের জন্যই অস্তিত্ব রক্ষার। কারণ নিজেদের প্রথম দুই ম্যাচে হেরে গেছে দুই দলই। সেমি-ফাইনালের দৌড়ে এ ম্যাচ শেষে টিকে থাকবে কেবল একটি দল।