কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদী থেকে গলকাটা অবস্থায় একটি মৃতদেহ উদ্ধার করেছে ভৈরব নৌ থানা পুলিশ। নিহতের আনুমানিক বয়স ৩০ বছর। আজ শনিবার দুপুর আনুমানিক ২টায় লাশটি উদ্ধার করা হয়।
জানা যায়, মেঘনা নদীতে গোসল করতে নেমে মৃতদেহটি ভাসতে দেখে স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে ভৈরব নৌ পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ভৈরব নৌ থানার উপপরিদর্শক রাসেল মিয়া সংবাদমাধ্যমকে বলেন, মৃতদেহটির গলাকাটাসহ বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, দুই/তিন দিন আগে তাকে হত্যা করে নদীতে ফেলে দেয়া হয়। এখনো মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করে লাশটি মর্গে প্রেরণ করা হবে।