বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের হার ভারতের। ভক্ত-সমর্থকেরা সেটিতে কষ্ট পেলেও আশা করেছিলেন পরের ম্যাচেই ঘুরে দাঁড়াবে শক্তিশালি ভারত। কিন্তু পরের ম্যাচে যেন আরও অসহায় ভারতকে দেখলো ক্রিকেটবিশ্ব!
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে মাত্র ১১০ রান সংগ্রহ করে ভারত। ব্যাটিংয়ে নেমে ৩৩ বল এবং ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড।
তবে অবাক করা একটি বিষয় হলো বিশ্বসেরা ব্যাটিং লাইনআপ নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টানা ৭১ বল কোন বাউন্ডারি মারতে পারেনি ভারত। সদ্য আইপিএল শেষ করে আসা খেলোয়াড়দের কাছে এ যেন একেবারেই অপ্রত্যাশিত।
এই ম্যাচে নিউজিল্যান্ডের সব বোলারের পারফর্ম্যান্সই ছিল অনবদ্য। তবে সোধির জন্যই টিম ইন্ডিয়া মাথা তুলে দাঁড়াতে পারেনি। সোধি ৪ ওভার বল করে মাত্র ১৭ রান খরচ করেন। তুলে নেন বিরাট কোহলি ও রোহিত শর্মার মূল্যবান দু’টি উইকেট।
ফলে ডারিল মিচেলের ৪৯ রানের ইনিংস এবং সাউদির ২০ রানে ৩ উইকেটও ম্যাচের জন্য যথেষ্ট ছিল না। ম্যাচ সেরা নির্বাচিত হন সোধি।