সংযুক্ত আরব আমিরাতে আজ মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপের মূলপর্ব সুপার টুয়েলভের প্রথম তিন ম্যাচেই হেরে যাওয়ায় কার্যত বিশ্বকাপ শেষ বাংলাদেশের। শেষের দুই ম্যাচ যদিও নিয়মরক্ষার। তাই চলতি বিশ্বকাপ থেকে পাওয়ার কিছু নেই মাহমুুদুল্লাহদের সামনে। টিম ম্যানেজম্যান্টেরও এখন চোখ পরের বিশ্বকাপে।
এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুপার টুয়েলভের তৃতীয় ম্যাচে ইঞ্জুরিতে পড়ায় বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন সাকিব আল হাসান। আর তার জায়গায় সুযোগ পাচ্ছেন তরুণ ক্রিকেটার শামীম হোসেন।
উল্লেখ্য, এর আগে ইনজুরিতে বিশ্বকাপ শেষ হয়েছে অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের। তার পরিবর্তে রুবেলকে দলে নেওয়া হয়েছে।