নিজেস্ব প্রতিবেদক।
পটুয়াখালীতে বাড়ীর সংযোগ রাস্তায় হাটাকে কেন্দ্র করে সংঘর্ষে মহিলা সহ উভয় পক্ষে প্রায় ১২ জন আহত হয়েছে । গত ১লা জুন সকাল আনুমানিক সকাল ৮-৯ঃ৩০ মি. পর্যন্ত এ সংঘর্ষ চলে বলে এলাকাবাসী জানায়। সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের পূর্ব পারকার্তিকপাশা গ্রামে এ ঘটনা ঘটে।
এ সংঘর্ষে আহতদের মধ্যে কবির গাজী,কুদ্দুস গাজী,রুবেল গাজী,হাসিনা বেগম ও ফাতেমা বেগম পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং রাকিব গাজী,ইমন গাজী,রনি গাজী,শহিদ গাজী,জাকারিয়া গাজী,শাহাদত গাজী ও কাছেম গাজীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেরে দেয়া হয়। আহতদের মধ্যে কবির গাজী, হাসিনি বেগম ও ফাতেমা বেগম এর অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে চিকিৎসক।
অপর পক্ষের আহত দুজনার নাম পরিচয় পাওয়া যায়নি। সরেজমিনে ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানায়, দীর্ঘ দিন ধরে মোছালেম গাজী গংদের সাথে কবির গাজী পরিবারের হাটার রাস্তা নিয়ে দ্বিধা দন্ধ চলছিলো। ঘটনার আগের দিন কবির গাজীর পরিবার ঐ রাস্তায় মাটি দিয়ে চলাচলের উপযোগী করেন। ঘটনার দিন সকালে মোসলেম গাজী গং তার লোকজন নিয়ে ঐ রাস্তাটি কেটে ফেলায় উভয় পক্ষের সঙ্গে তর্ক বির্তক হলেয় এক পর্যায় দেশীয় অস্ত্র নিয়ে ঝাপিয়ে পরে মোসলেম গাজীর দল।
এতে সংঘর্ষে কবির গাজী পরিবারের প্রায় ১২ জন আহত হয়। আহত ব্যাক্তিদের হাসপাতালে আসতে দেয়নি মোসলেম গাজীর পরিবার বলে অভিযোগ কবির গাজীর, পরে ৯৯৯ এ কল করে পুলিশের সহযোগিতা চাইলে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতার মোর্শেদ এর নির্দেশে তিন জন এ এস আই ও একজন কনেস্টাবল ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় রোকেয়া বেগম বাদী হয়ে অভিযুক্ত মৃত্যু আব্দুল গাজীট ছেলে মোঃ মোসলেম গাজী, মোসলেম গাজীর ছেলে খলিল ও জলিল গাজী,মৃত্যু আব্দুল গাজীর ছেলে ইসমাইল গাজী,ইসমাইল গাজীর ছেলে মাঈনুল ও ইব্রাহীম গাজী, আব্দুল গাজীর ছেলে ইউসুফ,রত্তন হাওলাদার এর ছেলে সাইফুল হাওলাদার ও মোসলেম গাজীর স্ত্রী লিলি বেগম সহ অজ্ঞাত ৭/৮জনকে আসামী করে পটুয়াখালী সদর থানায় এজাহার প্রকৃয়াধীন রয়েছে।
এদিকে এ ঘটনায় স্থানীয় একটি মহল সালিশি মিমাংসার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ বিষয় জানতে অভিযুক্ত ব্যাক্তিদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তাদের কাউকে পাওয়া যায়নি। আহতরা পটুয়াখালী সদর হাসপাতালে সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, এলাকাবাসী এহেন সন্ত্রাসী কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।