December 26, 2024, 4:03 am

ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি

Reporter Name
  • Update Time : Friday, June 5, 2020,
  • 243 Time View

অনলাইন ডেস্ক

করোনায় আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার কিছুটা অবনতি ঘটেছে। বর্তমানে তাকে নেবুলাইজার দিয়ে রাখা হয়েছে।

শুক্রবার (৫ জুন) গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। কাল রাতে কিছু সময়ের জন্য তার শ্বাসকষ্ট দেখা দিয়েছিল। সকালে নাস্তা করার পর স্যার শুয়ে ছিলেন, তখন আবার শ্বাসকষ্ট অনুভব করায় বর্তমানে তাকে নেবুলাইজার দেওয়া হয়েছে।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমা‌নে গণস্বাস্থ্য নগর হাসপাতা‌লে ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফিজ ও অধ্যাপক ডা. নজীবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

গত ২৫ মে জাফরুল্লাহ চৌধুরীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। প্রথমে গণস্বাস্থ্যের র‍্যাপিড ডট ব্লট কিটের পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরীক্ষাতেও একই রেজাল্ট আসে।

ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী এবং ছেলেও করোনা ভাইরাসে আক্রান্ত। তারা বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71