অনলাইন ডেস্ক
দিন দিন বেড়েই চলেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৮২৮ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৩৯১ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৩০ জন। এখন পর্যন্ত মোট মারা গেছেন ৮১১ জন।
শুক্রবার (৫ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ হাজার ৬৪৫টি নমুনা সংগ্রহ করা হয়। আর ৫০টি ল্যাবে পরীক্ষা করা হয় ১৪ হাজার ৮৮টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো তিন লাখ ৭২ হাজার ৩৬৫টি।
দেশে ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৮২৮ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৩৯১ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩০ জন। এখন পর্যন্ত মোট মারা গেছেন ৮১১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে দেশের বিভিন্ন জেলায় আক্রান্তের সংখ্যা হলো- ঢাকা ২০,০০৮, চট্টগ্রাম ২,৭৮১, নারায়ণগঞ্জ ২,৪০৯, গাজীপুর ১,১৩৭, কুমিল্লা ১,০৯১, কক্সবাজার ৯৪৮, মুন্সীগঞ্জ ৯৩৩, নোয়াখালী ৭৮৫, সিলেট ৫৬৩, ময়মনসিংহ ৪৯৭, রংপুর ৪৭৯, ফরিদপুর ২৭৪, গোপালগঞ্জ ২৬৪, ফেনী ২৫৭, বগুড়া ২৪৯, কিশোরগঞ্জ ২৩৯, নেত্রকোনা ২৩০, জামালপুর ২১৮, চাঁদপুর ২০৩, নওগাঁ ১৯৪, নরসিংদী ১৮৮, দিনাজপুর ১৭৯, মাদারীপুর ১৭৬, হবিগঞ্জ ১৭০, মানিকগঞ্জ ১৬৬, জয়পুরহাট ১৬৩, সুনামগঞ্জ ১৫৭, যশোর ১৫৪, লক্ষ্মীপুর ১৪২, নীলফামারী ১৩৮, বরিশাল ১৩৩, শরীয়তপুর ১২৫, খুলনা ১২৩, ব্রাহ্মণবাড়িয়া ১২১, চুয়াডাঙা ১০৩, শেরপুর ১০১, মৌলভীবাজার ১০০, কুষ্টিয়া ৯৪, রাজবাড়ী ৯০, পটুয়াখালী ৮৮, রাজশাহী ৮১, বরগুনা ৭৪, কুড়িগ্রাম ৭২, রাঙ্গামাটি ৬৬, ঠাকুরগাঁও ৬৫, চাঁপাইনবাবগঞ্জ ৬২, পাবনা ৬১, নাটোর ৬১, ভোলা ৫৭, ঝিনাইদহ ৫৭, গাইবান্ধা ৫৪, টাঙ্গাইল ৫৩, পঞ্চগড় ৫২, সাতক্ষীরা ৪৭, খাগড়াছড়ি ৪৭, বাগেরহাট ৪২, লালমনিরহাট ৪১, সিরাজগঞ্জ ৪১, বান্দরবান ৩৯, পিরোজপুর ৩৬, ঝালকাঠী ৩৪, মাগুরা ৩২, নড়াইল ৩০ ও মেহেরপুর ২৫ জন।