পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় পুকুরে মাছ চাষ করাকে কেন্দ্র করে বেল্লাল সরদার (৩০) নামে একজনকে মারধর করা হয়েছে। বেল্লাল সরদার হচ্ছেন উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের চর আগস্তি গ্রামের মৃতঃ হাবিব সরদারের ছেলে। বেল্লাল সরদার জানান, শুক্রবার সকাল ১০টার দিকে চর আগস্তি আবাসন প্রকল্পের পুকুরে মাছ চাষ করাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে হাদি হাওলাদার ক্ষিপ্ত হয়ে আমাকে এলোপাথারীভাবে মারধর করে। পরে আমার ডাক চিৎকারে আবাসন প্রকল্পের লোকজন এসে পড়লে মারধরকারী পালিয়ে যায়। পরে এলাকাবাসী আমাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ ইমাম সিকদার বলেন, বেল্লাল আমার চিকিৎসাধীনে ২য় তলায় ১৭নং বেডে ভর্তি আছে। বেল্লালের শরীরে কালো কালো দাগ আছে। এবিষয়ে বেল্লালের মা কহিনুর বেগম জানান, হাদি হাওলাদারের অত্যাচারে আমরা অতিষ্ট। হাদি হাওলাদার আমাদের উপরে যুলুম অত্যাচার করে। এ বিষয়ে হাদি হওলাদারের মুঠো ফোনে কল করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। ইউপি সদস্য হাচান সরদার বলেন, আসলেই বেল্লাল সরদারকে অমানবিকভাবে মারা হয়েছে। ইউপি চেয়ারম্যান বাবুল মুন্সি বলেন, ঘটনাস্থলে চৌকিদার পাঠিয়ে দু’পক্ষকে ডেকে মীমাংসার ব্যবস্থা করব। বেল্লাল হাওলাদার ন্যায় বিচার না পেলে গলাচিপা থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানান।