অনলাইন ডেস্ক
যশোরের ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. নাহিদ সিরাজকে উন্নত চিকিৎসার জন্য বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে।
শুক্রবার (০৫ জুন) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরে (আইএসপিআর) সহকারী পরিচালক মো. নূর ইসলাম রাইজিংবিডিকে জানান, গত ৪ মে তার (ডা. নাহিদ সিরাজ) শরীরে করোনা পজেটিভ আসে। এর মধ্যে বৃহস্পতিবার (৪ জুন) তিনি করোনামুক্ত বলে ঘোষণা করা হয়। তবে শুক্রবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়।
তিনি আরও জানান, ডা. নাহিদ সিরাজকে বহনকারী বিমান বাহিনীর হেলিকপ্টারটি রাত ৮টায় যশোর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। রাত ৯টার কিছু আগে ঢাকার বিএএফ বেস বাশারে হেলিকপ্টারটি অবতরণ করেছে। এখন তার উন্নত চিকিৎসার প্রস্তুতি চলছে।
এদিকে, রাতে এ বিষয়ে আইএসপিআর’র পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডা. নাহিদ সিরাজের সঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাটেনডেন্ট হিসাবে ডা. আনজুম সোনিয়া এবং ডা. উত্তম রয়েছেন।
ডা. নাহিদ ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও)।