December 23, 2024, 3:11 am

বহুতল ভবন থেকে ফেনসিডিল ও মদসহ মাদক কারবারি আটক।

অনলাইন ডেক্স
  • Update Time : Monday, December 6, 2021,
  • 113 Time View

নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে একটি বহুতল ভবনে ২০ বোতল ফেনসিডিল ও ৭ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আটককৃত আবুল কাশেম (৬০) লক্ষ্মীপুর সদরের লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের অজি উল্যাহ বেপারী বাড়ির মৃত আনা মিয়ার ছেলে।

রোববার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের বায়তুল আঞ্জুমান ভবন থেকে তাকে আটক করা হয়।

নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ডিবি) মো.সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। এসময় তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় বেগমগঞ্জের মীরওয়ারিশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বায়তুল আঞ্জুমান ভবনের ৫ম তলার উত্তর পশ্চিম কক্ষ থেকে ২০ বোতল ফেনসিডিল ও ৭ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি কাশেমকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71