যশোরের মণিরামপুরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের ৫০ বছর উপলক্ষে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পূষ্পস্তবক অর্পণ ও মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে।
বৃহষ্পতিবার সূর্যদ্বয়ের সাথে সাথে উপজেলা চত্বরের স্মৃতি সৌধে উপজেলা প্রশাসন পূষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) হরে কৃষ্ণ অধিকারী, উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দীকিসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা এ সময়ে উপস্থিত ছিলেন।
পরে সুশৃঙ্খলতার সাথে মণিরামপুর থানা পুলিশ, বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা আওয়ামীলীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও তার সহযোগী/অঙ্গ সংগঠন, মণিরামপুর প্রেসকাব, মণিরামপুর পাবলিক লাইব্রেরি, বিভিন্ন সামাজিক ও সেচ্ছাসেবি সংগঠন, বিভিন্ন শিা প্রতিষ্ঠানসহ, সকল শ্রেণিপেশার মানুষ স্মৃতিসৌধে পূষ্পস্তবক অর্পণ করেন। এ সময়ে স্মৃতি সৌধের সামনে দাড়িয়ে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়া উপজেলা জাতীয়তাবাদী দল ও তার সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র অ্যাড. শহীদ মুহাম্মদ ইকবাল হোসেনের নেতৃত্বে মণিরামপুর সরকারী উচ্চ (বালক) বিদ্যালয়ের শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পূষ্পার্পণ করেন।
এদিকে মনিরামপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মহান বিজয় পালিত হয়েছে। পতাকা উত্তোলন, শহীদদের প্রতি পূষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন পালিত হয়েছে।
বৃহষ্পতিবার সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্জ্ব অধ্য কাজী মাহমুদুল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেনের পরিচালনায় আলোচনায় বক্তব্য রাখেন তরুণ আওয়ামীলীগ নেতা অ্যাড. বশির আহম্মেদ খান, উপজেলা যুবলীগের আহবায়ক ও ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু,
পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর কামরুজ্জামান কামরুল, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ, যুগ্ম আহবায়ক ফজলুর রহমানসহসহ উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামী লীগ ও তার অঙ্গ/সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে মুক্তিযুদ্ধে শহীদদের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।