পটুয়াখালীর গলাচিপায় বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১৭ই ডিসেম্বর) গলাচিপা পৌর মঞ্চে দিনব্যাপী এই নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের জাতীয় সংসদ সদস্য এস.এম শাহজাদা (এমপি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তফা টিটো, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. সাহিন সাহ।
আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মজিবর রহমান, গলাচিপা পৌর মেয়র আহসানুল হক তুহিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নিজামউদ্দিন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, বীর মুক্তিযোদ্ধা নিজামউদ্দিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস, গলাচিপা প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, ডাকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিত রায় প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন গলাচিপা উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম ধলা।