মণিরামপুরে রস ও গুড় বানানোর জন্য খেজুর গাছ গাছ কাটার সময়ে অসাবধনতা বসত: গাছ থেকে পড়ে নিছার আলী সানা (৬০) নামের এক গাছির মৃত্যু হয়েছে।
তিনি উপজেলার ভোজগাতী ইউনিয়নের হরেরগাতী গ্রামের মৃত আবু তালেব সানার ছেলে। রোববার বিকেলে গ্রাম সংলগ্ন মাঠেই এ ঘটনাটি ঘটে।
হরেরগাতী এলাকার গ্রাম পুলিশের সদস্য রুহুল আমিন বলেন, নিছার আলী পেশায় একজন দিনমজুর। এছাড়া শীত মৌসুম এলেই তিনি খেজুর গাছ কেটে রস ও রস জ্বালিয়ে গুড় তৈরী করতেন।
তাছাড়া নিজের খেজুর গাছ কাটার সাথে সাথে এলাকার কিছু মানুষের খেজুর গাছ (ঠিকে) চুক্তিতে কেটে দিতেন। এলাকায় তিনি নিছার গাছি বা গাছি ভাই নামে সমাধিক পরিচিত। তিনি আরও জানান, রোববার দুপুরে মাঠে খেজুর গাছ কাটতে যান নিছার গাছি। নিজের কিছু গাছ কাটার পর গ্রামের শহিদুল্লাহ তরফদারের খেজুর গাছ কাটতে গাছে ওঠেন তিনি। তখন অসাবধানতা বসত: গাছ থেকে পা পিছলে নীচে পড়ে যান। স্বজনরা সংবাদ পেয়ে তাঁকে নিয়ে বিকেল সাড়ে ৩ টার দিকে স্থানীয় চালকিডাঙ্গা বাজারে এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসক নিছার গাছিকে মৃত ঘোষণ করেন।
পরেরদির সোমবার সকাল ১০টায় তার নামাজে জানাজা শেষে নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র, ২ কন্যা, নাতি-নাতনিসহ অংখ্যা গুনাগ্রাহি রেখে গেছেন। তার মৃত্যুত এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।