সুজন কুমার,নাটোর প্রতিনিধিঃ
দেশের অর্থনৈতিক অবকাঠামো বজায় রাখতে গত ৩০ মে সারাদেশে সীমিত পরিসরে খুলে দেওয়া হয় শিক্ষা প্রতিষ্ঠান ব্যাতিত প্রায় সকল প্রতিষ্ঠান। গত ১ জুন থেকে স্বাস্থ্যবিধী মেনে শর্তসাপেক্ষে ৬০% ভাড়া বৃদ্ধিতে চালু হয় যানবাহন।
সরকারি নিষেধাজ্ঞা সীমিত পরিসরে তুলে নেওয়ার পর থেকেই দেশে করোনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে।এমতাবস্থায় দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার এলাকাভিত্তিক লকডাউন এর সিদ্ধান্ত গ্রহন করেন।
এলাকাভিত্তিক লকডাউনে সরকার দেশকে তিনটি জোনে বিভক্ত করেছে। রেড জোন,ইয়েলো জোন এবং গ্রিন জোন। রেড জোন এলাকা পুরোপুরি লকডাউন হবে। নাটোর সহ সারাদেশের ৫০ টি জেলা রেড জোনে রয়েছে। ইয়েলো জোনের এলাকা আংশিক লকডাউন হবে। ১৩ টি জেলা ইয়েলো জোন। গ্রিন জোন লকডাউন এর আওতায় থাকবে না।
লকডাউনের বিষয়ে জানতে চাইলে নাটোর জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ বলেন,এ বিষয়ে কোনো নির্দেশনা পাই নি। সরকারি দিক নির্দেশনা পেলে সেই মোতাবেক পদক্ষেপ গ্রহণ করা হবে।