পটুয়াখালীর গলাচিপায় বিয়ের দাবিতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছে এক প্রেমিকা।
উপজেলার আমখোলা ইউনিয়নের চর আমখোলার ১নং ওয়ার্ডের আব্দুল রাজ্জাক হাওলাদারের ছেলে মো. রাজিব হাওলাদার (২২) এর বাড়িতে হাওয়া আক্তার (১৮) নামের এক কিশোরী বিয়ের দাবিতে অনশন করছেন। স্থানীয় জনসাধারণ জানান গত (২৭ ডিসেম্বর) সোমবার সকাল ৯টা থেকে হাওয়া আক্তার অনশন করেছেন।
এ ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্ঠি হলে তা দেখার জন্য সেখানে ভিড় করেছে অসংখ্য লোকজন। প্রেমিকা হাওয়া আক্তার বলেন, আমাকে বিয়ে না করলে আমার আত্মহত্যা করা ছাড়া আর কোন পথ নেই। আমার সাথে মো. রাজিবের দীর্ঘ অনেক দিনের প্রেমের সম্পর্ক রয়েছে।
আলাপ পরিচয়ের এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সর্ম্পক গড়ে উঠে এবং সে আমাকে বিবাহ করবে বলে আশ^াস দেয়। তাই আমি বিয়ের দাবিতে তার বাড়িতে অনশন করছি। পরে প্রেমিকার অনশন দেখে রাজিব বিয়ে করতে রাজি হলে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বেলা ১২ টায় ২ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেনমোহরে হাওয়া আক্তারের সাথে মো. রাজিবের বিয়ে হয়।
এ বিয়েতে স্থানীয়রা নব দম্পত্তিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মিষ্টি বিতারণ করেন।