গাজীপুর মহানগর সালনার এমএন্ডডিএম গ্রুপে কাটিং এইজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার ফেব্রিক্স গুদামে সংঘটিত আগুন ৫ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। দুইটি ফায়ার স্টেশনের ৫টি ইউনিটের কর্মীরা সোমবার দিবাগত রাত তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, সোমবার রাত পৌনে ১০টার দিকে গাজীপুর মহানগরের সালনা এলাকায় কাটিং এইজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ফেব্রিক্স’র গুদামে আগুন লাগে। ওই গুদামে ফেব্রিক সহ কারখানার উৎপাদিত বিভিন্ন পণ্য গুদামজাত করা ছিল।
পরে শ্রীপুরের একটি এবং জয়দেবপুর ফায়ার স্টেশনের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
পরে সোমবার দিবাগত রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। পরদিন সকাল ১১টার দিকে আগুন নেভানোর কাজ সমাপ্ত করা হয়।
অপরদিকে মঙ্গলবার ভোররাত সাড়ে চারটার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন ‘দই হাট মিষ্টি বাজার’ নামের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে শ্রীপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানান শ্রীপুর ফায়ার স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী।
উভয় অগ্নিকাণ্ডে তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যায়নি এবং কেউ হতাহত হননি।