ভারত বাংলার জনপ্রিয় চিত্রনায়ক ও পশ্চিমবঙ্গের সংসদ সদস্য দেব ও তার প্রেমিকা অভিনেত্রী রুক্মিনী একসঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে দুজনেই আছেন হোম কোয়ারেন্টিনে।
বুধবার (৫ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথক দুটি স্ট্যাটাসে দেব ও রুক্মিনী নিজেদের করোনা পজিটিভ হওয়ার নিশ্চিত করেনে।
সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে দেব লিখেন, ‘আমাকে নিয়ে চিন্তা করার জন্য ধন্যবাদ।
করোনা পরীক্ষার ফলাফল হাতে পেয়েছি। আমার করোনা পজিটিভ কোনো উপসর্গ ছাড়াই। আপাতত হোম আইসোলেশনে আছি। ’
আর প্রেমিকা রুক্মিনী মৈত্রও সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেন। তিনি ওই পোস্টে লিখেছেন, ‘আপনাদের সবাইকে জানাতে চাই আমার করোনা পজিটিভ এসেছে। আপাতত আমি বাড়িতেই আছি আমার পারিবারিক ডাক্তারের তত্ত্বাবধানে। এটা একটা খুব কঠিন সময়। তাই মনে জোর রাখুন আর অবশ্যই মাস্ক পরুন। আশা করছি খুব জলদি সুস্থ হয়ে উঠবো। ’
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
এদিকে ওপার বাংলার আরেক অভিনেতা মিমি চক্রবর্তীও করোনায় আক্রান্ত হয়েছেন। মিমি সোশ্যাল মিডিয়ায় জানান, ‘আমার করোনার রিপোর্ট পজিটিভ এসেছে। যদিও আমি গত কয়েকদিনে বাড়ির বাইরে পা রাখিনি নাকি বাইরের কোনো মানুষের সঙ্গে দেখা করেছি। এটা সত্যি আমায় খুব খারাপভাবে ধরেছে। ’
এর আগে মঙ্গলবার রাতে করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন রাজ-শুভশ্রী। তারাও বাড়িতে আইসোলেশনে আছেন।