পটুয়াখালীর গলাচিপায় দুই উপজেলায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠি একাদশ বনাম গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়ন একাদশ এর মধ্যে এ প্রীতি ম্যাচে দু দলের নামকরা সেরা খেলোয়ার অংশগ্রহণ করেন। গোলখালী ফুটবল একাদশ এর আয়োজনে গোলখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে গতকাল শুক্রবার (৭ জানুয়ারি) বিকেলে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।
খেলাটি দেখতে হাজারো উৎসক জনতা, নারী পুরুষ মাঠের চারদিকে ভির করেন এবং যায়গা সংকুলান হওয়ায় গাছের ডালে, বিল্ডিং এর ছাদে, অটোভ্যান, নছিমন গাড়ির উপর দাঁড়িয়ে থেকে শত শত মানুষ এই খেলা উপভোগ করেন। উভয় দলের খেলোয়ারদের সাবলীল ক্রীড়া কশরত দেখে মাঠে উপস্থিত উৎসক জনতার হাত তালীতে এক আনন্দঘন পরিবেশ তৈরি হয়েছিল। ৯০ মিনিটের খেলায় জৈনকাঠি একাদশ নির্ধারিত সময়ের মধ্যে গোলখালী ইউনিয়ন একাদশকে ১-০ গোলে পরাজিত করে জয়ী হয়।
এতে সেরা খেলোয়ার নির্বাচিত হন জৈনকাঠি একাদশের খেলোয়ার ও কাউন্সিলর মো. নিজামউদ্দিন। ম্যাচটির আয়োজনে সার্বিক সহযোগিতা করেন হরিদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি ও গোলখালী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গৌতম চন্দ্র হাওলাদার।
জৈনকাঠি একাদশের পক্ষে সহযোগিতা করেন বাবু অসিত হাওলাদার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলখালী ইউপি চেয়ারম্যান মো. নাসিরউদ্দিন হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. খালেক মিয়া, সাধারণ সম্পাদক আ. হালিম হাওলাদার সহ আরো অনেকে। খেলা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি ও ক্রেস্ট বিতরণ করা হয়।