নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট জিতে আজ দেশে ফিরছে টাইগাররা। শনিবার (১৫ জানুয়ারি) বিকেল চারটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে মুমিনুলদের।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আট উইকেটে জয় তুলে ইতিহাস রচনা করে মুমিনুলের দল। দ্বিতীয় টেস্ট শেষ তিনদিনেই।
ইনিংস ও ১১৮ রানের ব্যবধানে হারতে হয় রাসেল ডমিঙ্গোর শিষ্যদের। বিমানের ফ্লাইট সূচি পরিবর্তন করে আগেভাগেই দলকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করেছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু সেটা সম্ভব হয়নি। দুদিন ক্রাইস্টচার্চের সৌন্দর্য উপভোগ করে অবশেষে আজ দেশে ফেরার বিমান ধরেছে লাল-সবুজরা।