বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাঝপথে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দল ছেড়ে দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। শুরুতে দলটির অধিনায়কও ছিলেন মিরাজ। অধিনায়কত্ব হারানোর পরদিনই এলো এমন সিদ্ধান্ত। অধিনায়কত্ব হারানোর ক্ষোভে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে চলতি বিপিএলে আর খেলবেন না তিনি। এরই মধ্যে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন এ অলরাউন্ডার।
শনিবার (২৯ জানুয়ারি) বিপিএলের চট্টগ্রাম পর্বে সিলেট সানরাইজার্সের বিপক্ষে ম্যাচে তাকে সরিয়ে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয় নাঈমকে। এদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হেড কোচ পল নিক্সও টুর্নামেন্টের মাঝপথে দেশে ফিরে গেছেন। তার অবর্তমানে দায়িত্ব পালন করছেন বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেওয়া শন টেইট।
মিরাজকে অধিনায়ত্ব থেকে সরানোর কারণ হিসেবে এর আগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পক্ষ থেকে জানানো হয়েছিল, মূলত ব্যক্তিগত পারফরম্যান্সের ওপর নজর দিতেই মিরাজকে অধিনায়কত্বের ভার থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে ক্লাবের এমন সিদ্ধান্ত কোনোভাইবে মেনে নিতে পারছেন না মিরাজ।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স থেকে নিজেকে সরিয়ে রাখার সিদ্ধান্ত ইতোমধ্যে বিসিবিকেও জানিয়ে দিয়েছেন মিরাজ। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমি প্রক্রিয়া অনুসরণ করেই দল ছেড়ে যাচ্ছি। দলকে ই-মেইল করেছি। ই-মেইল করেছি বিসিবির প্রধান নির্বাহীকেও। ’
দল ছেড়ে যাওয়ার কারণ হিসেবে মায়ের অসুস্থতার কারণ উল্লেখ করেছেন মিরাজ। এ ব্যাপারে এই অলরাউন্ডার বলেন, ‘ই-মেইলে মায়ের অসুস্থতার কথা বলেছি যদিও। কিন্তু চট্টগ্রামের ম্যানেজমেন্ট জাতীয় দলের ক্রিকেটারের মানহানি করেছে। এ রকমটা তারা আগেরবারও করেছে। এমন তো নয় যে আমি বাজে খেলেছি বা দল খারাপ করেছে। আমিও পারফর্ম করেছি, দলও এই ম্যাচের আগে পয়েন্ট টেবিলে দুই নম্বরে ছিল। বলা নেই কওয়া নেই -এভাবে আমাকে সরিয়ে দেওয়াটা মেনে নিতে পারছি না। আমি খেলবোই না। ’