December 23, 2024, 2:34 am

খুলনা মহানগর বিএনপি স্ত্রীও স্বামী দুজনই করোনায় আক্রান্ত

Reporter Name
  • Update Time : Tuesday, June 9, 2020,
  • 1197 Time View

ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুর স্ত্রী অ্যাডভোকেট সাবিহা খাতুন।

মঙ্গলবার (০৯ জুন) দুপুরে করোনা ভাইরাস ধরা পড়ে মঞ্জুর স্ত্রী সাবিহার।

বিষয়টি নিশ্চিত হওয়ার পরই নগরীর মিয়াপাড়াস্থ মঞ্জুর বাড়ি লকডাউন করে দেয় খুলনা জেলা করোনা প্রতিরোধ কমিটি।

খুলনা মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুরে নিশ্চিত হওয়া গেছে নজরুল ইসলাম মঞ্জুর স্ত্রী সাবিহা খাতুনের করোনা পজিটিভ। তিনি নিজ বাসায় চিকিৎসকের পরামর্শে আইসোলেশনে আছেন। স্বাস্থ্যবিধি অনুযায়ী নজরুল ইসলাম মঞ্জুর এবং ছেলে ও মেয়ে হোম কোয়ারেন্টাইনে থাকবেন। তাদের নমুনা পরীক্ষা করা হবে।

খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেন বলেন, বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুর স্ত্রী করোনায় আক্রান্তের পরপরই তাদের মহানগরের মিয়াপাড়ার তিনতলা বাড়িটি লকডাউন করা হয়েছে। তার পরিবারের সবার নমুনা পরীক্ষা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71